সুনামগঞ্জে লর্ড ব্যাডেন পাওয়েল’র ১৬৭ তম জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত:শুক্রবার, ২৩ ফেব্রু ২০২৪ ০৮:০২

সুনামগঞ্জে লর্ড ব্যাডেন পাওয়েল’র ১৬৭ তম জন্মবার্ষিকী উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি:-  স্কাউট আন্দোলন প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল’র ১৬৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে  কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে  কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সহ-সভাপতি হাজী আবুল কামাল, রেজওয়ানুল হক রাজা, আব্দুলাহ আল নোমান, গ্রুপ স্কাউটস লিডার জি এম তাশহিজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন,স্কাউটের ব্রত নিজের মধ্যে যে ধারণ করে সে আমৃত্যু পর্যন্ত স্কাউটের সাথে জড়িত থাকে।স্কাউটের মাধ্যমে সকলে একতাবদ্ধ করেছিলেন লর্ড ব্যাডেন।স্কাউট যারা করেন তারা মানুষের সেবায় সবসময় নিবেদিত থাকেন।

আলোচনা সভা শেষে স্কাউট সদস্যদের নিয়ে কেক কাটার মাধ্যমে ১৬৭ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সহ-সম্পাদকদুর্জয় দত্ত পুরকায়স্থ, রোভার মেট লুৎফুর রহমান লবিব, সদস্য অমি দাস গুপ্ত, আয়মান, সজিব, লিজা, তাকমিনা প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ