দোয়ারাবাজারে জুতা পায়ে শহীদ মিনারে শিক্ষকরা, সামাজিক যোগাযোগে ছবি ভাইরাল

প্রকাশিত:শুক্রবার, ২৩ ফেব্রু ২০২৪ ০৪:০২

দোয়ারাবাজারে জুতা পায়ে শহীদ মিনারে শিক্ষকরা, সামাজিক যোগাযোগে ছবি ভাইরাল

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জুতা পায়ে শহীদ মিনারে দাড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

ছবি ভাইরাল হওয়া ওই প্রধান শিক্ষকের নাম আব্দুল আজিজ ও সহকারী শিক্ষিকাদের নাম রাশিদা বেগম, খোদেজা বেগম, শাহানা আক্তার ও রহিমা খাতুন।

তারা দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের ইদুকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা।

জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে সাজানো হয় ওই স্কুলের শহীদ মিনার। সকাল থেকেই সেখানে শ্রদ্ধা জানান স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় স্কুলটির প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকারা জুতা পায়ে মিনারের বেদীতে উঠে ফটোসেশান করেন। ছবিটি তার কোনো এক শিক্ষিকা ফেসবুকে আপলোড করে দিলে তা ভাইরাল হয়ে যায়।

ছবিটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, একুশে ফেব্রুয়ারি সামনে রেখে ফুল দিয়ে সম্মান জানাচ্ছে -নাকি জুতা পায়ে দিয়ে অসম্মান করছে। আসলে শিক্ষকদের কাছথেকে এসব আশা করিনি এটার একটা ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। হিসাব মিলাতে পারছি না পরবর্তী প্রজন্ম এদের কাছ থেকে কি শিক্ষা নিবে।

ইদুকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, এ জন্য আমি দুঃখিত। অসাবধানতার কারণে এটি হয়েছে। এছাড়া আমি আরও বেশ কিছু ছবি তুলেছি জুতা ছাড়া। আমি এজন্য দুঃখপ্রকাশ করেছি।

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার ছানা বলেন, বিষয়টি আমি শুনেছি, তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ