৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২২ ফেব্রু ২০২৪ ০৬:০২
সুরমাভিউ:- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সিলেট জেলার সম্মিলিত যুব সংগঠন ও যুব উদ্যোক্তাদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
গত ২১ শে ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি বিশিষ্ট যুব সংগঠক আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন অগ্রগামী উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হেপি বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট যুব সংগঠক সিলেট সিটি কর্পোরেশন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি নাজনীন আক্তার কণা, সিলেট আলোকিত যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শারমিন আক্তার, লেখক কলামিস্ট গ্রাফিক্স জোন অফসেট প্রেসের সত্তাধিকারী নেছার আহমদ জামাল, আলোকবর্তিকা যুব কল্যাণ সংস্থার সভাপতি সালেহা বেগম, নারী উদ্যোক্তা কেয়া আহমেদ, ফাতেমা জান্নাত তুলি, সিলেট যুব উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল হক রিংকু, সদস্য আবু বক্কর সিদ্দিক নয়ন, রাফি আহমদ, মাশরাফি, রনি আহমেদ, সামসুদ্দিন, সবুজ, মিলন, পাভেল সহ অন্যন্যরা।
মহান শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ভাষা সৈনিক মোঃ আবুল বশর কে মরোনোত্তর একুশে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ভোরে সংস্থার পক্ষ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766