পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ে সিসিকের অভিযান

প্রকাশিত:বৃহস্পতিবার, ২২ ফেব্রু ২০২৪ ০৬:০২

পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ে সিসিকের অভিযান

সুরমাভিউ:-  পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, বকেয়া বিল ও বিনা অনুমতিতে নলকূপ স্থাপনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নগরীর ১৫, ১৬ ও ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ^জিদ দেবের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মেট্রপলিটন পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

পানির বিভিন্ন অবৈধ সংযোগ ফি ও বকেয়া বিলের নগদ ১ লক্ষ ৯৫ হাজার ৬১৫ টাকা আদায় ও ১টি মটর জব্দ করে মোবাইল কোর্ট।

এসময় সিসিকের তত্ত্ববধায়ক প্রকৌশলী আলী আকবর, সহকারি প্রকৌশলী এনামুল হক তাপাদার, আবু সাঈদ সামি, উপ সহকারি প্রকৌশলী মোঃ শহীদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ