মৌলভীবাজারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

প্রকাশিত:বুধবার, ২১ ফেব্রু ২০২৪ ১২:০২

মৌলভীবাজারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে। এ সময় ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদী।
রাত ১২টা ১ মিনিটে একে একে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক ডা. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমান বিপিএম বার, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্যসের পক্ষে জেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নৈশের আলী খোকন, সদর উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, সাংঘঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি নেছার আহমদ,জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,
মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখা, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখা, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, জেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, বিদ্ৎু উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, পাসপোট অফিস, বিআরটি, গণঃপুর্ত বিভাগ, সদর হাসপাতাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন।

এ সংক্রান্ত আরও সংবাদ