১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২১ ফেব্রু ২০২৪ ১১:০২
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়া-রবিরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলু উপজেলার কাদিপুর ইউনিয়নের দক্ষিণ চুনঘর এলাকার মৃত রেনু মিয়ার ছেলে।
নিহতের পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে মিলু ট্রাক নিয়ে রবিরবাজারের উদ্দেশ্যে বালু আনতে রওনা দেন। কুলাউড়া-রবিরবাজারের রাস্তার উপর দিয়ে ইটভাটার মাটিবাহী ট্রাক আসা যাওয়ার সময় রাস্তা মাটিতে ঢেকে যায়।
গত রাতে বৃষ্টির কারণে সেই রাস্তা পিচ্ছিল হয়ে ছিলো। দুপুর ১২টার দিকে মিলু ওই সড়কের রাজার দীঘির কাছাকাছি পৌঁছামাত্র ব্রেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে মিলু মারা যান।
কুলাউড়া থানার এসআই দেবাশীষ তালুকদার জানান, মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারকে দেওয়া হবে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766