১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২১ ফেব্রু ২০২৪ ১১:০২
সুরমাভিউ:- ছাতকে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্নার নেতৃত্বে উপজেলা প্রশাসন।
পরে একে-একে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ছাতক থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ফায়ার সার্ভিস,বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা পুস্পস্তবক অর্পন করে।
এদিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ছাতক পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন, কনকচাঁপা খেলাঘর আসরসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন।
এদিন সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্নার সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষকা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ছাতক কনকচাঁপা খেলাঘর আসরসহ বিভিন্ন সগঠনের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766