ইসলামী শ্রমিক আন্দোলনের দাওয়াতি পক্ষ উদ্বোধন

প্রকাশিত:শুক্রবার, ১৬ ফেব্রু ২০২৪ ১০:০২

ইসলামী শ্রমিক আন্দোলনের দাওয়াতি পক্ষ উদ্বোধন

সুরমাভিউ:-  ১৬ ফেব্রুয়ারি থেকে ২৯ শে ফেব্রুয়ারি দাওয়াতি পক্ষ উদ্বোধন; চলছে ইসলামী শ্রমিক আন্দোলনের ব্যাপক দাওয়াতি কার্যক্রম।

সিলেটে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর দাওয়াতি পক্ষ (১৫-২৯ ফেব্রুয়ারী) উদ্বোধন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিলেট বিভাগীয় সংগঠনিক সম্পাদক হাফিজ  মাহমুদুল হাসান,  আজ ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমুয়া নগরীর কোট পয়েন্টে  ইসলামী শ্রমিক আন্দোলনের  এই দাওয়াতি পক্ষের উদ্বোধনী প্রোগ্রামের আয়োজন হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর সিলেট মহানগর  সভাপত ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের  সভাপতিত্বে মহানগর সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমানের পরিচালনায়  অনুষ্ঠিত এই দাওয়াতি পক্ষের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ  সিলেট বিভাগীয় সাংগঠনিক  সম্পাদক  আলহাজ আব্দুল মুছাব্বির রুনু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক  আন্দোলন বাংলাদেশ  সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক আল- আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ  কোতোয়ালি থানা সভাপতি মোঃ  আনোয়ার হোসাইন, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মোঃ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ,  সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আহমদ।

দাওয়াতি পক্ষের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, সারাদেশের শ্রমিকদের মধ্যে দাওয়াতি আহবান পৌঁছে দেয়া সহ সকলের মাঝে ইসলামী শ্রমনীতি এবং ইসলামের শ্রমিকদের যে সকল অধিকার প্রদান করা হয়েছে সে বিষয়ে সচেতন করে তুলতে হবে। দেশের প্রতিটি শ্রমিকের কাছে ইসলামী শ্রমিক আন্দোলনের দাওয়াত পৌঁছে দেয়ার আহবান জানান।

সভাপতির বক্তব্যে ডা. রিয়াজুল ইসলাম বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিক মালিকদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি সহ শ্রমিকদের অধিকার আদায়ের সর্বত্র কাজ করে যাচ্ছে। আগামীতেও শ্রমিকদের মাঝে ইসলামিক শ্রমিক আন্দোলন ব্যাপক কাজ করে যাবে। এই দাওয়াতী পক্ষে উপলক্ষে সারা সিলেটে  শ্রমিকদের মাঝে ইসলামিক শ্রমিক আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।

এ সংক্রান্ত আরও সংবাদ