মৌলভীবাজারে প্রবাসী স্বজন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত:মঙ্গলবার, ১৩ ফেব্রু ২০২৪ ০৩:০২
নিজস্ব প্রতিবেদক:- প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে এক আলোচনা সভা ১২ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় শহরের চৌমোহনাস্হ মামার বাড়ি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ’র সভাপতি মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেফুল এর সভাপতিত্বে প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ’র সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুমির সঞ্চালনায় সভায় প্রধান অথিতি বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান।
বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমেদ, যুক্তরাষ্ট্র কমিউনিটি লিডার নুরে আলম জিকু, মনুকূলের কাগজ এর সম্পাদক মোস্তাক চৌধুরীসহ মৌলভীবাজারের কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ ও প্রবাসী রেমিটেন্স যুদ্ধারাসহ অনেকেই আলোচনা করেন।