নিউ সুরমা আবাসিক রেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান

প্রকাশিত:সোমবার, ১২ ফেব্রু ২০২৪ ০৬:০২

নিউ সুরমা আবাসিক রেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান

সুরমাভিউ:-  সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক রেস্ট হাউজের অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

১২ ফেব্রুয়ারি সোমাবার দুপুরে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন সুরমা মার্কেটের ব্যবসায়ী মোঃ রুহিন মিয়া।

স্মারকলিপি সূত্রে জানা যায়, নিউ সুরমা আবাসিক রেস্ট হাউজে ম্যানেজার মোঃ আব্বাছ আলী ও অজিত বাবু কতিপয় নামধারী সাংবাদিক এর সাথে আতাত করে ১০/১২ জন নারী দিয়ে দেহ ব্যবসা ও ইয়াবা ফেন্সিডিল এর ব্যবসা চালিয়ে যাচ্ছে। এাছাড়াও দেশের বিভিন্ন জেলা হতে গরীব, অসহায় ও সুন্দরী মহিলাদেরকে চাকুরীর প্রলোভন দেখিয়ে হোটেলে এনে পরবর্তীতে তাদেরকে ভারতের বিভিন্ন স্থানে পাচার করার অভিযোগ রয়েছে।
গত ১০/১৫ দিন আগে মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি মোঃ শাহরিয়ার আল মামুন এর নেতৃত্বে উক্ত হোটেলে অভিযান চালিয়ে ১৩ জন নারী এবং পুরুষ গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

এরপর কয়েক অসামাজিক কার্যকলাপ বন্ধ থাকলেও ইদানিং উক্ত হোটেলে আবারও ইয়াবা, ফেন্সিডিল এবং দেহ ব্যবসা শুরু হয়েছে। এতে সিলেটে ঐতিহ্যবাহী সুরমা মার্কেটের সুনাম দিন দিন নষ্ট হচ্ছে।

স্মারকলিপিতে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ