১১ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ১২টায় ফেদায়ে মিল্লাতের প্রথম খলিফা ও দারুসসালাম লাফনাউট মাদ্রাসার মুহতামিম আব্দুল খালিক শায়খে চাক্তা নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
মাদ্রাসার পরিচালক গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, জনবিচ্ছিন্ন ও যোগাযোগ বিচ্ছিন্ন হাওর এলাকায় সু শিক্ষার আলো ছড়িয়ে দিতে নতুন মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নেই। উত্তর সিলেটের প্রখ্যাত বুজুর্গ আব্দুল করীম শায়খে ছত্রপুরী রহ. এর নামে মাদ্রাসার নামকরণ করা হয়। টিনের ছালা ও শীতলপাটি দিয়ে গত তিনবছর থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসলে এই বছর নতুন ভবনের পরিকল্পনা করলে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ফেদায়ে মিল্লাতের প্রথম খলিফা সর্বজন শ্রদ্ধেয় শায়খে চাক্তার দোয়ার মাধ্যমে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তি প্রস্তর স্থাপনে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এলাকা ও আশপাশ এলাকার গুণীজন ও মুরব্বিরা উপস্থিত ছিলেন।