সিলেটে ফইজ উদ্দীন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত:রবিবার, ২১ জানু ২০২৪ ১০:০১

সিলেটে ফইজ উদ্দীন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

সুরমাভিউ:-  সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম ও সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ সিলেটের যৌথ উদ্যোগে ইজিবাইক ড্রাইভার ফইজ উদ্দীন হত্যার বিচারের দাবীতে গতকাল ২১ জানুয়ারি রবিবার বিকাল ৪টায় নগরীর সোবহানীঘাটস্থ কাচাবাজারের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা ও সভাপতি কামাল আহমদ এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সার্চ মানবাধিকার বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সভাপতি ও ফোরামের উপদেষ্টা এম আবুল হোসেন শরীফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ সিলেটের উপদেষ্টা জাকির হাসান শিকদার। বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি বাবুল শেখ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা সম্পাদক মোঃ সুহেল খাঁন, সংস্কৃতিক সম্পাদক জসীম উদ্দীন, সহ প্রচার সম্পাদক মুহিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান, গোলাম হোসেন ভুট্টো, মোঃ নুরুজ্জামান প্রমুখ।
মানবন্ধনে বক্তারা ইজিবাইক ড্রাইভার ফইজ উদ্দীন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

উল্লেখ্য, ১৭ জানুয়ারি বুধবার রাত ১১টার সময় বাসায় ফেরার পথে ইজিবাইক (অটোরিক্সা) চালক ফইজ উদ্দীনকে ছিনতাইকারীরা সিলেট নগরীর মেন্দিবাগ মসজিদ সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ ঘাতক দল। ইতিমধ্যে সন্দেহভাজন আল-আমিন নামক একব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ