৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২১ জানু ২০২৪ ১০:০১
সুরমাভিউ:- সিলেট মহানগরীর বন্দরবাজারের সুরমা টাওয়ার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে টাওয়ারের ব্যবসায়ীদের অংশগ্রহণ ছিলো লক্ষণীয়।
সমিতির সভাপতি মোতাহার হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমেদ ও দপ্তর সম্পাদক মোঃ আরিফুল হক ইদ্রিসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি লিমিটেডের সভাপতি তাহমিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সততা, নিষ্টা ও আন্তরিকতার সহিত ব্যবসার মধ্য দিয়ে সুপ্রতিষ্ঠিত ভাবে ব্যবসাকে উচ্চ স্তরে নিয়ে যাওয়া সম্ভব। ব্যবসায়ী সদস্যের অসুবিধা ও সুবিধা লক্ষ্য করে তার সমস্যা লাঘব করার জন্য সমিতির দায়িত্বপ্রাপ্তদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তবেই সমিতি গঠনের সার্তকতা আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ, সিলেট মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সিসিকের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শান্তুনু দত্ত শন্তু।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুর উদ্দিন নোমান। বক্তব্য রাখেন সাংবাদিক ফয়সল আলম, সুরমা টাওয়ার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মুহাম্মদ সানোয়ার হোসেন, শেখ জাহিদুর রহমান মাসুম, সাংবাদিক ফয়সল আলম, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসাইন, অর্থ সম্পাদক আলীম উদ্দিন, আজমল আহমদ, নাজিম উদ্দিন, সোহেল আহমদ, জাহাঙ্গীর আলম, ফাহিম মাহমুদ ফুরুক, ইফতেখার হোসাইন, ফারুক আহমদ, সাদিক সালিম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সুরমা টাওয়ার মসজিদের ইমাম।
উল্লেখ্য, সম্প্রতি সুরমা টাওয়ারের ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে সুরমা টাওয়ার ব্যবসায়ী সমিতির নেতৃত্ব নির্বাচন করা হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766