রেললাইনের পাশ থেকে কুলাউড়ার যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত:রবিবার, ২১ জানু ২০২৪ ১০:০১

রেললাইনের পাশ থেকে কুলাউড়ার যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:-  সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের কালাকাটি এলাকায় রেললাইনের পাশ থেকে গলাকাটা অবস্থায় লাল মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
লাল মিয়া মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের আকলু মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউর ইসলাম পাটোয়ারি জানান, মরদেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ