মৌলভীবাজারে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রকাশিত:মঙ্গলবার, ১৬ জানু ২০২৪ ০৯:০১
নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের কাটারাই যুব সমাজ কর্তৃক আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৫ই জানুয়ারী সোমবার রাতে হোসেনগঞ্জ বাজার( কাটারাই) পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত খেলায় নক-আউট পদ্ধতিতে মোট ৬৪টি দল অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, ২নং মনুমূখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক শেফুল, ইংল্যান্ড প্রবাসী হাজী লতিফ মিয়া, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, ইউপি সদস্য মিলন মিয়া, ইউপি সদস্য আব্দুল্লাহ আল আমিন, সাবেক ইউপি সদস্য খালিছুর রহমান, শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক রিপন মিয়া, যুবলীগ নেতা শাহীন আহমেদ, বদরুল ইসলাম সইদুল, মুহিদ মিয়া চৌধুরী, জলাল মিয়া, কবির মিয়া, বারিক মিয়া, দিপক বাবু, জুবেল চৌধুরী, সাহেদ আলি, শামছুল ইসলাম, রুমান আহমদ, নেছার মিয়া, আলি, আবেদ আলি প্রমুখ।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দল জায়ান এফ সি ধর্মনগরকে একটি মোটরসাইকেল ও রানারআপ দল মারিয়া এফ সি,গোরারাইকে একটি বাই-সাইকেল পুরস্কার প্রদান করা হয়।