৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৬ জানু ২০২৪ ০৭:০১
সুরমাভিউ:- দেশে ক্রীড়া-পর্যটনকে জনপ্রিয় করার পাশাপাশি মানুষকে পরিবেশবান্ধব ভ্রমণে আগ্রহী করার লক্ষ্যে আলট্রা-ম্যারাথনের আয়োজন করেছে ‘ট্রাভেলার্স অব বাংলাদেশ’। কক্সবাজারের মেরিন ড্রাইভে অনুষ্ঠেয় এই আয়োজনের নাম ‘মেরিন ড্রাইভ আলট্রা’। তৃতীয় পর্বের আসর বসছে আগামী ১৯-২০ জানুয়ারি।
এই আয়োজনে সিলেটের বিয়ানীবাজার রানার্সের এডমিন বেলায়েত হোসেন ৫০ কিলোমিটার মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথন কক্সবাজারে দৌড়ে অংশগ্রহন করবেন। রানার বেলায়েত হোসেন এর আগে দেশে ফুল ম্যারাথন ও হাফ ম্যারাথন অংশ গ্রহণ করেছেন।
বেলায়েত হোসেন জানিয়েছেন, তার সকল প্রস্তুতি শেষ। এখন শুধু ইভেন্টের অংশগ্রহনের অপেক্ষায় আছেন তিনি। বিয়ানীবাজার সহ সিলেটের সকল দৌড়বিদদের প্রতি আগ্রহ হওয়ার উচ্ছাস প্রকাশ করেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।
উল্লেখ্য, ইভেন্টটি ১৯ ও ২০ জানুয়ারি কক্সবাজারের ইনানী বিচ থেকে টেকনাফ পর্যন্ত গিয়ে আবার ইনানীতে এসে শেষ হবে। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766