৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১৩ জানু ২০২৪ ১১:০১
সিলেটে এয়ারপোর্ট থানা এরিয়া থেকে বালু ভর্তি একটি ট্রাক থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। শনিবার মধ্যরাতে এয়ারপোর্ট থানাধীন বড়শালা বাইপাস পয়েন্ট থেকে অভিযান চালিয়ে এসব বোতল উদ্ধার করে পুলিশ।
শনিবার বিকেলে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দে এর নির্দেশনায় বড়শালা বাইপাস পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী সড়কের ফরিদাবাদ হাউসিং এর প্রবেশমুখে ফেলে যাওয়া ট্রাকে বালুর নিচ থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। ট্রাকের চালক ও হেল্পার পলাতক।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পলাতক আসামিদের নাম ঠিকানা ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766