৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১৩ জানু ২০২৪ ০৭:০১
সুরমাভিউ:- বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবি উপস্থাপনের বলিষ্ঠ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস) এর যৌথ উদ্যোগে শুক্রবার (১২ জানুয়ারী ২০২৪) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট কল্যাণ সংস্থা (সিকস ২০২৪-২০২৭) ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস ২০২৪-২০২৬) বিভাগীয় কমিটির প্রস্তাবিত কমিটির পরিচিতি অনুষ্ঠান ও ২০২৪ সালের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংগঠন গুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমানের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার (সুনামগঞ্জ), সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিজ (সিলেট), সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ (সিলেট), প্রচার সম্পাদক মোঃ ফোজায়েল আহমদ (সিলেট), সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সিবিযুকস’র মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল সহ পরিচিতি অনুষ্ঠান ও সভায় নেতৃবৃন্দদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মাহফুজ আল গালিব, মোঃ রমজান আহমদ শাকিল, নুর মোহাম্মদ সাজু, মোঃ রুবেল মিয়া, দিপক কুমার মোদক বিলু, মিল্লাত আহমদ, মখছুছুর রহমান, মোঃ উজ্জল আহমদ, আব্দুল মুকিত, নাইম আহমেদ রায়হান খান, মোঃ ইয়াকুব ও মোঃ জুলকাফল হৃদয়।
উল্লেখ্য, বিশেষ কারণে ৫ জানুয়ারির সভা পরিবর্তন করে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয়। গত ৩ জানুয়ারি বুধবার সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সদস্যদের সভায় সিলেট কল্যাণ সংস্থার কার্যকরি কমিটি, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির পাশাপাশি সিলেট জেলা (২০২৪-২০২৬) ও মহানগর কমিটি (২০২৪-২০২৬) গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766