প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ নবনির্বাচিত সংসদ সদস্যদের সিলেট কল্যাণ সংস্থার অভিনন্দন

প্রকাশিত:শনিবার, ১৩ জানু ২০২৪ ০৭:০১

প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ নবনির্বাচিত সংসদ সদস্যদের সিলেট কল্যাণ সংস্থার অভিনন্দন

সুরমাভিউ:-  বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবি উপস্থাপনের বলিষ্ঠ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস) এর যৌথ উদ্যোগে শুক্রবার (১২ জানুয়ারী ২০২৪) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট কল্যাণ সংস্থা (সিকস ২০২৪-২০২৭) ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস ২০২৪-২০২৬) বিভাগীয় কমিটির প্রস্তাবিত কমিটির পরিচিতি অনুষ্ঠান ও ২০২৪ সালের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ নবনির্বাচিত সংসদ সদস্যদের সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। সভায় দ্রব্যমূল্য সহ উল্লেখ্যযোগ্য সিলেটের ৫টি দাবি বাস্তবায়নের জন্য সিলেট বিভাগের ১৯ জন সংসদ সদস্যদের প্রতি উপস্থাপন করা হয়। দাবিগুলো হল- ১। সিলেট-ঢাকা রেলপথ ডাবল লাইনে উন্নীতকরণ ও আধুনিক মানের ট্রেনের ব্যবস্থা করা। ২। সিলেট এম. এ. জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা করা ও বিমানবন্দর থেকে সিলেট শহর পর্যন্ত রাস্তায় ডিভাইডার নির্মাণ সহ রাস্তার দু’পাশের্^ আলোর ব্যবস্থা করা। ৩। পর্যটন নগরী সিলেটের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা। ৪। সিলেট মগহানগরীর জলাবদ্ধতা নিরসনে সুরমা নদী খনন করে শহর রক্ষা বাঁধ নির্মাণ করা। ৫। সিলেট মহানগনরীতে চলাচলরত সবধরণের যানবাহনের ভাড়ার রূপরেখা প্রনণয়ন। বিশেষ করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টেনে সাধারণ জনগনের সহনীয় পর্যায়ের নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রতি জোর দাবি জানানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংগঠন গুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমানের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার (সুনামগঞ্জ), সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিজ (সিলেট), সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ (সিলেট), প্রচার সম্পাদক মোঃ ফোজায়েল আহমদ (সিলেট), সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সিবিযুকস’র মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল সহ পরিচিতি অনুষ্ঠান ও সভায় নেতৃবৃন্দদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মাহফুজ আল গালিব, মোঃ রমজান আহমদ শাকিল, নুর মোহাম্মদ সাজু, মোঃ রুবেল মিয়া, দিপক কুমার মোদক বিলু, মিল্লাত আহমদ, মখছুছুর রহমান, মোঃ উজ্জল আহমদ, আব্দুল মুকিত, নাইম আহমেদ রায়হান খান, মোঃ ইয়াকুব ও মোঃ জুলকাফল হৃদয়।

সভা থেকে সিলেট মহানগরীর যানজট ও রাস্তায় অবৈধ পার্কিং নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে আগামী ১৪ জানুযারী  রবিবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক, সিলেট ও সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদানকালে সংস্থাগুলোর সর্বস্তরের নেতৃবৃন্দদের সকাল ১০ টায় সিসিকের সামনে উপস্থিত আহবান জানানো হয়।

উল্লেখ্য, বিশেষ কারণে ৫ জানুয়ারির সভা পরিবর্তন করে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয়। গত ৩ জানুয়ারি বুধবার সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সদস্যদের সভায় সিলেট কল্যাণ সংস্থার কার্যকরি কমিটি, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির পাশাপাশি সিলেট জেলা (২০২৪-২০২৬) ও মহানগর কমিটি (২০২৪-২০২৬) গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ