৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১২ জানু ২০২৪ ১১:০১
সুরমাভিউ:- সুনামগঞ্জের দিরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের হাতাহাতিতে ফয়জুন্নুর (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার চরনারচর ইউনিয়নের মানিকদা, গ্রামের হাওড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ফয়জুন্নুর মানিকদা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, মানিকদা গ্রামের ফজলু মিয়া গংদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন যাবত একই গ্রামের ফয়জুন্নুর গংদের বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে শুক্রবার সকালে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ফয়জুন্নুর মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইতিশা রায় তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ জানান, হামলায় ফয়জুন্নুর নামে একজনের মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। তবে আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766