সিলেটের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব তফুর আলী শিংপুরী’র জানাযা সম্পন্ন

প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ জানু ২০২৪ ০৬:০১

সিলেটের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব তফুর আলী শিংপুরী’র জানাযা সম্পন্ন

সুরমাভিউ:-  গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের ৫ মাইল শিংপুর সিলেটের প্রবীণ মুরুব্বি ও শিংপুর জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লি আলহাজ্ব তফুর আলী পীর শিংপুরী’র জানাযা সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ১০টার সময় শিংপুর জামে মসজিদের মাঠে জানাযা নামাজ সম্পন্ন হয়। মরহুম (১০ জানুয়ারি) বুধবার বিকাল ৩টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ১১০ বছর। মৃত্যুকালে তিনি ছেলে ও মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে মারা যান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ