৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ জানু ২০২৪ ০৩:০১
বিশ্বনাথ প্রতিনিধি:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রী সভায় স্থান পাচ্ছেন প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলার দুই কৃতিসন্তান। ২য় সংসদ নির্বাচনের পর বিশ্বনাথী হিসেবে কেউ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করলেও স্বাধীন বাংলাদেশে প্রথম বিশ্বনাথী হিসেবে পূর্ণ্য ‘মন্ত্রী’র দায়িত্ব পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের প্রধান ও উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের কৃতিসন্তান ডাঃ সামন্ত লাল সেন।
এছাড়া একই মন্ত্রী সভায় ‘প্রতিমন্ত্রী’ হিসেবে স্থান পাচ্ছেন সিলেট-২ আসন থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের কৃতিসন্তান আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
এরপূর্বে ২য় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম বিশ্বনাথী হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের কৃতিসন্তান মরহুম দেওয়ান তৈমুর রাজা চৌধুরী।
এদিকে মন্ত্রী সভার তালিকায় বিশ্বনাথের ওই দুই কৃতিসন্তানের নাম দেখার পর থেকে বিশ্বনাথ তথা সিলেট-২ আসনের সর্বত্র চলছে আনন্দের বন্যা। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন মহলের মানুষের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766