প্রতিমন্ত্রীর ডাক পাওয়ায় শফিক চৌধুরীকে নাসির উদ্দিন খানের অভিনন্দন

প্রকাশিত:বুধবার, ১০ জানু ২০২৪ ০৯:০১

প্রতিমন্ত্রীর ডাক পাওয়ায় শফিক চৌধুরীকে নাসির উদ্দিন খানের অভিনন্দন

সুরমাভিউ:-  নতুন মন্ত্রীসভায় ডাক পেয়েছেন শফিকুর রহমান চৌধুরী। তিনি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

এদিকে, আলহাজ শফিকুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে ডাক পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

নাসির উদ্দিন খান বলেন সিলেটের গর্ব শফিকুর রহমান চৌধুরী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ডাক পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমি শফিকুর রহমান চৌধুরীর জীবনের সব ক্ষেত্রে মঙ্গল ও সফলতা এবং সার্বিক সুস্থতা কামনা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ