বাগেরহাটে আ’লীগ প্রার্থী সোহাগ বিপুল ভোটে জয়লাভ

প্রকাশিত:সোমবার, ০৮ জানু ২০২৪ ০৬:০১

বাগেরহাটে আ’লীগ প্রার্থী সোহাগ বিপুল ভোটে জয়লাভ

আবরার ফয়সাল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মো. জামিল হোসাইন ৫ হাজার ৩৭৬ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৩১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজর ৪৫ জন ও নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৬৭ জন, হিজড়া রয়েছে ২ জন। ১৪৩টি ভোট কেন্দ্রে ৭৮০ টি কক্ষে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ