হ‌বিগঞ্জ-৪ আসনে ব্যারিস্টার সুমন জয়ী

প্রকাশিত:রবিবার, ০৭ জানু ২০২৪ ০৯:০১

হ‌বিগঞ্জ-৪ আসনে ব্যারিস্টার সুমন জয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন তিনি।

স্থানীয়ভাবে মোট ১৭৭ ভোট কেন্দ্রে মধ্যে ৮৪ কে‌ন্দ্রের ঘোষিত নির্বাচনের ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সুমন ৯৭ হাজার ৭৯৫‌ ভোট পেয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য মাহবুব আলী পেয়েছেন ২৪ হাজার ৮৯০ ভোট।

এ সংক্রান্ত আরও সংবাদ