৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৭ জানু ২০২৪ ০৫:০১
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন নৌকার প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থী। ০৭ জানুয়ারি রবিবার দুপুর ২টায় তারা সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।
ভোট বর্জনকারী প্রার্থীরা হলেন, লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া, গণফোরামের প্রার্থী মোকাব্বির খান, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ও তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুর রব মল্লিক।
এসময় তাঁরা যৌত ভাবে বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন। ইয়াহইয়া চৌধুরী অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্রে নৌকার এজেন্ট ও কর্মীরা তার এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিচ্ছেন। পুলিশ কিংবা প্রিসাইডিং অফিসার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। মৌখিক অভিযোগ করলে তাঁরা লিখিত অভিযোগ দিতে বলছেন। ১টি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখার পর নৌকার প্রার্থী এসে ভোটগ্রহণ শুরু করে দেন। এ অবস্থায় নির্বাচনে থাকা সম্ভব না, তাই আমি ভোট বর্জন করছি।
মোকাব্বির খান বলেন, যেভাবে জোর করে আমার ও অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে ভোট কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে, এর পরে আর নির্বাচনে থাকা যায় না। এটি একটি প্রহসনের নির্বাচন বলে প্রমাণিত হয়েছে । এই নির্বাচনে থাকা না থাকা সমান কথা। আমি নির্বাচন বর্জন করছি এবং দ্রুত প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানাবো।
বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান জানান, লাঙ্গল প্রতীকের প্রার্থীকে রীতিমতো জিম্মি করে নৌকার প্রার্থী টেবিল কাস্টিং করেছেন। আমি আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করবো, আমিও বর্জনের দিকেই যাচ্ছি।
ভোট বর্জনের সংবাদ সম্মেলনে চার প্রার্থীই উপস্থিত ছিলেন। জানা গেছে, বিশ্বনাথ আর ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনের দুই উপজেলায় রয়েছে ১৬টি ইউনিয়ন। এর মধ্যে বিশ্বনাথে ৮টি ইউনিয়ন ও ওসমানীনগরে রয়েছে আরও ৮টি ইউনিয়ন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৮টি। এর মধ্যে বিশ্বনাথ উপজেলায় স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ৭৪টি ও ওসমানীনগরে রয়েছে ৫৩টি। ওসমানীনগরে রয়েছে অস্থায়ী ভোটকেন্দ্র আরও ১টি।
সেই সাথে ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৭৭৩টি। এর মধ্যে বিশ্বনাথে ৩৯২টি ও ওসমানীনগরে ৩৫২টি স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে। বিশ্বনাথে আরও ২৯টি অস্থায়ী ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে ভোটার রয়েছেন তিন লাখ ৪৪ হাজার ৭২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ১৪৭ এবং নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৫৮২ জন। বিশ্বনাথে নারী-পুরুষ মিলিয়ে ভোটার রয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৪৯ জন ও ওসমানীনগরে ১ লাখ ৬০ হাজার ৫৮০ জন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766