জগন্নাথপুরে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত ভোটকেন্দ্রগুলো

প্রকাশিত:শনিবার, ০৬ জানু ২০২৪ ০৩:০১

জগন্নাথপুরে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত ভোটকেন্দ্রগুলো

গোবিন্দ দেব, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮৯ ভোটকেন্দ্রগুলোতে ভোট বাক্স সহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম পৌছে গেছে। ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্যগণ।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় দুই লক্ষ আটারো হাজার ৭০টি ভোট রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ তের হাজার বাইস জন ও মহিলা ভোটার একলক্ষ পাঁচ হাজার ছয়চল্লিশ জন। এবার পুলিশ বাহিনীর ২১৬জন, আনসার এক হাজার ৬৮ জন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৯টি পুলিশের মোবাইল টিম ও স্টাইকিং দুটি টিম মাঠে থাকবে। দফতর থেকে কেন্দ্রে কেন্দ্রে ২২টি দুর্গম এলাকার পৌছে গেছে ব্যালট পেপার। শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের জন্য সশস্ত্র বাহিনীর সদস্য, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে রয়েছেন। ভোটেরদিন পর্যন্ত তারা মাঠে থাকবেন। সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোট গ্রহণে সবকিছু কঠোরভাবে মনিটরিং করছে নির্বাচন কমিশন। আনসার, ভিডিপি সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারেন সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। নাশক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনা সে জন্য সেনাবাহিনী, র্যাব, বিজিবি টহল দিচ্ছেন। গত শুক্রবার থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে বিজিবি, সেনাবাহিনী, দায়িত্ব পালন করবেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার আল বশিরুল ইসলাম জানান, সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোট গ্রহণে ভোটার যাতে ভোট কেন্দ্রে নিরাপদ ভাবে যেতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহন করেছি। ৮৯ ভোটকেন্দ্রগুলোতে ভোট বাক্স সহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম পৌছে গেছে। এর মধ্যে ২২টি দুর্গম এলাকার পৌছে গেছে ব্যালট পেপার পাঠানো হয়েছে বাকী সব ব্যালট আগামী কাল রবিবার ভোট গ্রহনের আগেই কেন্দ্রে কেন্দ্র পৌছে যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ