দোয়ারাবাজারে নৌকার পক্ষে প্রচারনায় চার সরকারি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
প্রকাশিত:বুধবার, ০৩ জানু ২০২৪ ০৫:০১
দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা কর্তৃক উদ্বুদ্ধ হয়ে উপজেলার তিনজন প্রাথমিক শিক্ষকক নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ করায় দোয়ারাবাজার উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে দোয়ারাবাজার উপজেলার শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা কর্তৃক উদ্বুদ্ধ হয়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ছানেগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, বালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, পুরানবাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ,জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিভাস মিঠু নৌকা প্রতীকের প্রার্থী মুহিবুর রহমান মানিকের পক্ষে ধারাবাহিক ভাবে নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন করে যাচ্ছেন। এদের মধ্য কেউ কেউ তাদের নিজস্ব ভেরিফাইড ফেইসবুক আইডি থেকে উক্ত প্রার্থীর পক্ষে প্রচারনা চালাচ্ছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার ফেইসবুক ফ্রেন্ডলিস্টে ওই শিক্ষকগণ সংযুক্ত থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা।
একাধিক বিশ্বস্থ সূত্রে জানা যায়, শিক্ষা কর্মকর্তার সহযোগিতায় অভিযুক্ত শিক্ষকগণ তাদের পছন্দের ভোট কেন্দ্রে দায়িত্ব পাওয়ার জন্য তদবির চালিয়ে যাচ্ছেন। সরকারি কর্মচারী হিসেবে যা সম্পূর্ণ বেআইনী ও চাকুরী বিধি শৃঙ্খলা পরিপন্থী।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, উপজেলা শিক্ষা অফিসে সম্পূর্ণ বেসরকারি ভাবে নিয়োগ পাওয়া একজন (এমএলএসএস) কে উক্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন করায় তাকে শিক্ষা কর্মকর্তা মাধ্যমে গালিগালাজসহ চাকুরীচ্যুতি করার হুমকি দিয়েছেন।