১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০১ জানু ২০২৪ ১১:০১
বিশ্বনাথ প্রতিনিধি:- দীর্ঘদিন পর সিলেটের বিশ্বনাথে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারী) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজির গ্রামের উত্তরের মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৬০টি ঘোড়া নিয়ে ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন সৌখিন ঘোড়ার মালিকগণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজির গ্রামের উত্তরের মাঠে সোমবার সকা থেকে বিকেল পর্যন্ত ওই দৌড় প্রতিযোগীতা চলে। তবে দীর্ঘ প্রায় ১২ বছর বন্ধ থাকার পর এবার ঘোড়ার দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হওয়ায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দিপনার কমতি ছিল না।
ঘোড়ার দৌড় প্রতিযোগীতার আয়োজন কমিটির সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া জানান, ঘোড়ার দৌড় প্রতিযোগীতার আয়োজন করা প্রায় ১ যুগ বন্ধ ছিলো। যার ফলে পূর্ব পুরুষদের রেখে যাওয়া চিরায়ত বাংলার ওই ঐতিহ্যটি আজ আমাদের এলাকায় বিলীন হওয়ার পথে।
কিন্তু ১২ বছর পর ঘোড়ার দৌড় প্রতিযোগীতার আয়োজরে ফলে জনমনে সেই আনন্দ ফিরে এসেছে। ফলে এই ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজন সর্বমহলের সার্বিক সহযোগীতা।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766