৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০১ জানু ২০২৪ ১০:০১
গোলাপগঞ্জ প্রতিনিধি:- বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে গোলাপগঞ্জে ২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি (সোমবার) সকালে উপজেলার দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিক আজিজ খানের সভাপতিত্বে স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমানের সঞ্চলনায় এই বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য হাফিজ উদ্দিন লিটন, শিক্ষাণুরাগী দুলাল আহমদ, শিক্ষক নিয়তি রানি চন্দ, অনিতা রানী রায়, সাবিত্রি রানী রায়, নার্গিছ সুলতানা প্রমুখ।
এদিকে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টায় উপজেলাস্থ ধারাবহর মাশা মডেল টাউনস্থ আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হুমায়ূন সভাপত্বিতে ও শিক্ষক সহকারী শিক্ষক মেহদী হাসান মাহি পরিচানায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৩য় শ্রেণীর ছাত্র আব্দুল মুমিন আরিয়ান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক মিটু কান্তি দেব, সহকারী শিক্ষক মেহদী হাসান মাহি, শিক্ষিকা সীমা বেগম, মাহমুদা আক্তার রুমা।
এসময় সকল শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766