৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ৩০ ডিসে ২০২৩ ১১:১২
সিলেটের খাদিমনগর ইউনিয়নে মংলিপাড় গ্রামে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো ৪র্থ প্রিমিয়ার ফুটবল লীগের।
শুক্রবার (২৯ ডিসেম্বর ) বিকেলে মংলিপাড় মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদিমনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনসার আলী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সকল অপরাধমূলক কাজ থেকে দূরে রাখে। বর্তমানে মাদক আমাদের সমাজকে ঘিরে রেখেছে। তাই মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে উপজেলার প্রতিটি এলাকায় বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে।
খাদিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম’র সভাপতিত্বে এবং জুনেদ মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল মস্তফা,নুর মিয়া মানু, সুনু মিয়া,আব্দুর নুর,সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুতফুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাব এর সদস্য এবং সুরমাভিউ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক এমদাদুল হক সোহাগ, ওসমানী বিমানবন্দর সিএনজি অটোরিকশা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফ হাসান,স্বপ্নপূরণ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাব্বি আহমেদ তানভীর, আইইএলটিস এর পরিচালক ফয়সাল আহমেদ, সমাজসেবক গোলাম আজম জয় প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন লীগ পরিচালনা কমিটির সভাপতি সালাম আহমেদ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766