ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে: অ্যাডভোকেট শাহজাহান

প্রকাশিত:শনিবার, ৩০ ডিসে ২০২৩ ০৮:১২

ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে: অ্যাডভোকেট শাহজাহান

সুরমাভিউ:-৷ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ আদালতের এপিপি অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে। সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইমরান আহমদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে৷

তিনি বলেন, বিধবা ভাতা, বয়স্কভাতা অর্থাৎ পিছিয়ে পড়া অবহেলিত, উপার্জন নেই এমন ব্যক্তি বিশেষকে সামাজিক নিরাপত্তার আওতায় আনার প্রয়াস বর্তমান সরকার নিয়েছে। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদ এর বিজয়ের বিকল্প নেই।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধায় পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে নৌকার প্রার্থী ইমরান আহমদ কে বিজয়ী করার লক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আবু সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পূর্ব ইসলামপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি মিজান মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সালাম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, ৬ নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সামাদসহ ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এ সংক্রান্ত আরও সংবাদ