৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৮ ডিসে ২০২৩ ০৯:১২
সুরমাভিউ:- সিলেট সিটি কর্পোরেশন নির্মাণ শ্রমিক ইউনিয়ন শাখার উদ্যোগে টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়র্ডে কম্বল বিতরণ অনুষ্ঠান গতকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
সিলেট সিটি কর্পোরেশন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল মিয়ার পরিচালনাবিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ সভাপতি এম. আব্দুল মালিক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন রেজিঃ সিলেট-৬৮ এর সভাপতি মোঃ মাহমুদুল আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল আহমদ, সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ড শাখার সভাপতি শুক্কুর আলী সাধারণ সম্পাদক আব্দুল কাদির, শ্রমিক নেতা মুমিন আহমদ, মনছুর আলী, ফয়জুল আহমদ, আব্দুর রহিম উদ্দীন প্রমুখ।
পরে এলাকার হত দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জামিল আহমদ রাজু বলেন, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধগতির কারণে দিনমজুর মানুষ এখন চিড়েচেপ্টা। তারা এখন মানবেতর জীবন যাপন করছেন। পণ্যসামগ্রী শ্রমিকদের ক্রয় সীমার বাইরে চলে গেছে। শীত শুরু হলেও তাদের পক্ষে এখন শীতবস্ত্র ক্রয় করা সম্ভব হচ্ছে না। তিনি সিলেট সিটি কর্পোরেশন নির্মাণ শ্রমিক ইউনিয়ন শীতবস্ত্র বিতরণ করায় সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766