ক্রীড়াঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক উন্নয়ন করেছেন – পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৮ ডিসে ২০২৩ ১০:১২

ক্রীড়াঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক উন্নয়ন করেছেন – পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন

সুরমাভিউ:-  সিলেট-১ আসনে এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, ক্রীড়াঙ্গনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যাপক উন্নয়নের পাশাপাশি ভালো খেলোয়াড় তৈরিতে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করেছেন। সরকারের দেয়া সুযোগ গ্রহণ করে তৃণমূল থেকে ভালো খেলোয়াড় তৈরি হচ্ছে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা সকল ক্ষেত্রে দেশের জনগণ সুবিধা লাভ করেন। বিগত দিনে আওয়ামী লীগ সরকার অসংখ্য উন্নয়ন করেছে এতে দেশে ভাবমূর্তি বহির্বিশে^ উজ্জল হয়েছে। তিনি সরকারের সফলতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর আহবান জানান।

পররাষ্ট্রমন্ত্রী গত ২৭ ডিসেম্বর বুধবার রাতে খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘ আয়োজিত মাসব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের আহবায়ক আজমল আলী’র সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সোহানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু, খোজারখলা পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোঃ কাপ্তান হোসেন, রাগিব-রাবিয়া কলেজের সাবেক প্রভাষক সাগর আহমদ।

বক্তব্য রাখেন খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সাবেক সভাপতি ইকবাল কামাল, সাবেক সভাপতি আকমল আলী মালাই, উপদেষ্টা বাবুল আহমদ, হেলাল আহমদ, রুহুল আমিন রুহেল, সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি।

স্বাগত বক্তব্য রাখেন খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক লাহিন আহমেদ রুহেল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংঘের সাবেক ক্রীড়া সম্পাদক শরিফ উদ্দিন মুন্না শাহ, খেলা পরিচালনা কমিটির আহবায়ক জালাল উদ্দিন জেসলু।

উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা হিরা মিয়া, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক সুবেল, খোজারখলা পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় নয়, অংশগ্রহণ করাই বড়। যারা পরাজিত হয়েছেন তারা যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করত, কি ভাবে বিজয়ী হতো প্রতিপক্ষ। তিনি মাসব্যাপী খেলার আয়োজন করায় খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ