ছাতকে অগ্নিকান্ডে অসহায় হতদরিদ্র বৃদ্ধা বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত:মঙ্গলবার, ২৬ ডিসে ২০২৩ ০৬:১২

ছাতকে অগ্নিকান্ডে অসহায় হতদরিদ্র বৃদ্ধা বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

ছাতক প্রতিনিধি:-  ছাতকে অগ্নিকান্ডে খুরমা দক্ষিণ ইউনিয়নের ভুইগাঁও গ্রামের হতদরিদ্র মোছাঃ বেগমের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে আনুমানিক ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে গ্রামের তরুন-যুবকরা এগিয়ে আসেন, পাশ্ববর্তী পুকুর থেকে পানি দিয়ে আগুন নেভাতে নেভাতে সবকিছু পুড়ে যায়।

অসহায় ক্ষতিগ্রস্ত বেগম বলেন, স্বামী মারা যাবার পর অনেক কষ্টে সংসার চালাই। একমেয়ে পড়াশোনা করিয়ে মানুষের সহযোগিতায় বিয়ে দিয়েছি। সম্ভল বলতে মাঠির এই ঘরটাই ছিল। এখন সেটাও পুড়ে গেছে। এখন কোথায় যাবো, কি করবো জানি না।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মুহিবুর রহমান মুহিব জানান, এমনিতেই এই পরিবার দরিদ্র, তার উপর এমন ঘটনা খুবই দুঃখজনক। তিনি এলাকার বিত্তশালী ও প্রবাসীদের এই পরিবারের পাশে দাড়ানোর আহ্বান জানান।

এসময় খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন, ৫নং ওয়ার্ডের মেম্বার আজিজুর রহমান আজিজ, সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, অলিউর রহমান, শরিফ উদ্দিন, আসিক উদ্দিন, রশিদ আলীসহ প্রমুখ।

এদিকে, অগ্নিকান্ডের ঘটনায় সব হারিয়ে পরিবার এখন দিশেহারা। পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে বাস করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ