হরতালের সমর্থনে মৌলভীবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত:মঙ্গলবার, ১৯ ডিসে ২০২৩ ০৯:১২

হরতালের সমর্থনে মৌলভীবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:-  জাতীয়তাবাদী দলের দেশব্যাপী সর্বাত্মক হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৯ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি কলেজের সামনে, দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ১২তম দফায় ডাকা সকাল – সন্ধ্যা দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজানের নির্দেশনায় মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদের নেতৃত্বে মৌলভীবাজার জেলা ছাত্রদলের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি রাহিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক নাহিদ আহমদ, জেলা ছাত্রদল নেতা সাব্বির আহমেদ, নাজমুল, নজরুল, রাফি, মাহমুদ, ফায়েল, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল হাসান পৌর ছাত্রদলের সদস্য সচিব জেমস প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ