প্রধানমন্ত্রী বরাবরে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ গোলাপগঞ্জের স্মারকলিপি প্রদান

প্রকাশিত:সোমবার, ১৮ ডিসে ২০২৩ ০৮:১২

প্রধানমন্ত্রী বরাবরে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ গোলাপগঞ্জের স্মারকলিপি প্রদান

সুরমাভিউ:-  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে গোলাপগঞ্জের বিভিন্ন দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ গোলাপগঞ্জ থানা শাখার নেতৃবৃন্দ। গত ১৭ ডিসেম্বর রবিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।

প্রদানকৃত স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের সংগ্রামী সভাপতি জনবন্ধু ডাঃ মোঃ হাবিবুর রহমান। সিলেট গণদাবী পরিষদ গোলাপগঞ্জ থানা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুর রকিব এডভোকেট, প্রধান উপদেষ্টা আখতার হোসেন লাল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন, সহ সভাপতি এম এহসানুল করিম মিশু, সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সুমন আহমদ রুহেল, গণদাবী নেতা লয়লুছ আহমদ চৌধুরী, গণদাবী পরিষদের নেতা আতাউর রহমান প্রমুখ।

৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন ফুলসাইন্দ আঞ্চলিক শাখা গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা গত ৮ শনিবার
স্মারকলিপিতে বলা হয়েছে- সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার অবহেলিত জনসাধারণ বিভিন্ন কর্মকান্ড থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন। গোলাপগঞ্জ উপজেলার সমস্যাগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন।

দাবীগুলো হলো-
গোলাপগঞ্জ উপজেলা বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের জন্য গ্যাস ভিত্তিক ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন, যেহেতু গোলাপগঞ্জ উপজেলায় কৈশালটিলা গ্রাস ফিল্ড রয়েছে, সেহেতু উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ লাইন স্থাপন, সিলেট-গোলাপগঞ্জ-জকিগঞ্জ সড়ককে আঞ্চলিক মহাসড়কে রূপান্তর করা, গোলাপগঞ্জ-ফেঞ্চুগঞ্জ উপজেলার দামড়ী হাওড় উন্নয়ন প্রকল্প অবিলম্বে বাস্তবায়ন করা, বাঘা-গোলাপগঞ্জ বাজার সুরমা নদীতে ব্রিজ নির্মাণ করা, কৈশাল শাহনুর (রহ) এর পুণ্যস্মৃতি বিজড়িত কৈশালটিলাকে আধ্যাত্মিক পর্যটন কেন্দ্রে রূপন্তর করা, গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা অঞ্চলের ৫নং বুধবারী বাজার ইউনিয়ন, ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন এবং ১১নং শরীফগঞ্জ ইউনিয়নের অবহেলিত অঞ্চলে চিকিৎসা সেবার জন্য ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করা। বন্যার সমস্যা স্থায়ী সমাধানকল্পে গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী, দেওয়া ভাগা নদী ও কুড়া নদী খনন করা। গোলাপগঞ্জ উপজেলা স্টেডিয়াম এর উন্নয়ন করা, গোলাপগঞ্জ কৌলাশটিলা গ্যাস ফিল্ডের নন-গেজেটেড পোস্টে স্থানীয় লোকদের চাকুরীতে নিয়োগ করা। গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ানের ব্রিজ এর সংস্কার কাজ অবিলম্বে সম্পন্ন করা ইত্যাদি।

জনসাধারণের কষ্টের কথা চিন্তা করে দ্রুত দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কারছে জোর দাবী জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ