৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১৮ ডিসে ২০২৩ ১১:১২
সুরমাভিউ:- সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিলেট জেলা দায়রা জজ আদালতের এপিপি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি, পাকিস্তানিদের প্রেতাত্মা বিএনপি-জামায়াত দেশকে আবারও পেছনে নিয়ে যেতে চাইছে। কিন্তু আমাদের সৌভাগ্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। তার সুদৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’
অ্যাডভোকেট শাহজাহান বলেন, ‘দেশের উন্নয়ন অগ্রযাত্রা সম্ভব একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই।’ বক্তব্যের শুরুতেই তিনি মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গভীর শ্রদ্ধা জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকলের প্রতি।
এছাড়াও তিনি জাতীয় চার নেতা, সকল বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রম হারা দুইলক্ষ মা বোন, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, বিদেশি বন্ধু, যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যসহ সবার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশেরই জন্ম হতো না।’
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধায় বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশান এর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুবিদবাজারের ফাজিলচিস্তস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে সভাপতি মোহাম্মদ ঈসা তালুকদার এর সভাপতিত্বে ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সহ সভাপতি ডাঃ মোহাম্মদ শরীফ আহমদ এর উপস্থাপানায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈদেশিক সংবাদদাতা সমিতি সিলেট-ওকাস’র সভাপতি খালেদ আহমদ, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে, সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবীব।
শুভেচ্ছা বক্তব্য সংগঠনের সাধারণ সম্পাদক আল-আমিন চৌধুরী।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766