উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে: শফিক চৌধুরী

প্রকাশিত:শনিবার, ১৬ ডিসে ২০২৩ ০৯:১২

উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে: শফিক চৌধুরী

সুরমাভিউ:-  মুক্তিযুদ্ধের সময় থেকে স্বাধীনতা বিরোধীরা এখনো দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে যারা ভূলুণ্ঠিত করতে ষড়যন্ত্রে মেতে উঠেছিল তাদের প্রতিহত করতে সকলকে সজাগ থাকার আহবান জানান সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী।

তিনি শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাতটায় ওসমানীনগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি আরও বলেন, ১৯৭৫ সালের সেই অপশক্তি স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। ব্যাপক হত্যাযজ্ঞা চালিয়েও থেমে থাকেনি আজও দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা করছে। অপশক্তি রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুফাচ্ছির আহমদ মনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকছার আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লন্ডন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনহার মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আব্দাল মিয়া, গোলাম কিবরিয়া, শেরওয়ান আহমদ, আলাউর রহমান আলা, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডি কে জয়ন্ত, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দিলদার আলী, দপ্তর সম্পাদক আব্দুল মন্নানসহ ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ