৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ ডিসে ২০২৩ ০৮:১২
শেখ মো শাহীন উদ্দীন:- হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সালের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)রাহাত বিন কুতুব, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খাঁন, বীরমুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী, সাংবাদিক অলিদ মিয়া, সাব্বির হাসান, আজিজুর রহমান জয়, ত্রিপুরারি দেব তিপু, নাহিদ মিয়া, শেখ শাহিন উদ্দিন, শিল্পকলা একাডেমীর লিটন রায়, কায়সার আহমেদ প্রমুখ।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার পূর্বক্ষণে পাকিস্তানী হানাদার বাহিনীদের হত্যার শিকার হন এ দেশের বুদ্ধিজীবীরা। বাংলাদেশ কে মেধাশূন্য করতেই এ হত্যাযোগ্য চালায় পাক হানাদার বাহিনী এবং তার দোসর আলবদর বাহিনীর সদস্যরা। সে দিনকে স্মরণ রাখতে প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। উল্লেখ্য এই দিবস উপলক্ষে উপজেলায় সকালে পুষ্পর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766