৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ ডিসে ২০২৩ ০৬:১২
সুরমাভিউ:- সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান এডভোকেট এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান এডভোকেট এর পরিচালনায় আলোচনার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত পাঠ করেন আয়কর আইনজীবী আ স ম মুবিনুল হক শাহিন ও গীতা পাঠ করেন মিন্টু চন্দ রায় অনুপব্রত। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো: শফিকুল ইসলাম।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, অধ্যাপক মো: শফিকুর রহমান, মো: আবুল ফজল, সিনিয়র আইনজীবী প্রফেসর ঋষিকেশ ধর, বিধুভূষণ ভট্টাচার্য্য, মোহাম্মদ ফজলুর রহমান শিপু, মোস্তাকিম আহমদ কাওছার, মোহাম্মদ আজমল হোসেন, মো: কামাল আহমেদ, মো: জহিরুল ইসলাম রিপন, আসাদুর রহমান তারেক প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের আগামী প্রজন্মকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। আগামী প্রজন্মই হচ্ছে স্বনির্ভর দেশ গঠনের হাতিয়ার, তাদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে কর আইনজীবীদের ভূমিকা অপরীসিম। আমাদেরকে এব্যাপারে উদ্যোগী ভূমিকা নিতে হবে। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766