সুপাতলা সরকারি প্রাঃ বিদ্যালয়ের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

প্রকাশিত:বুধবার, ১৩ ডিসে ২০২৩ ০৬:১২

সুপাতলা সরকারি প্রাঃ বিদ্যালয়ের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

সুরমাভিউ:-  বিয়ানীবাজার পৌর এলাকার নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ১ম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন-২০২৩ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ গত ১১ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সম্মাননা ও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সাদেক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন, ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর এনাম হোসেন, নিদনপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোঃ সফিক আলী।

বক্তব্য রাখেন অভিভাবক কমিটির সভাপতি এনাম উদ্দিন এনু, অভিভাবক কমিটির সহ-সভাপতি মোঃ মইনুদ্দীন, ম্যানেজিং কমিটির সদস্য সফর উদ্দিন, পুলক শর্মা, কুলসুমা বেগম, রুবিনা বেগম, শাহানা আক্তার, ফারুক উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জামাল হোসেন বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক হতে হবে। শিক্ষার্থী ঝরেপড়া রোধ করতে সবাইকে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন বলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের যেভাবে পরিশ্রম দিয়ে মানসম্মত লেখাপড়া করাচ্ছেন তাতে আজকের এই ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

সম্মাননা প্রদান করা হয় মানেজিং কমিটির সদস্য পুলক শর্মা, কুলসুমা বেগম ও রুবিনা বেগমকে। এছাড়াও সম্মাননা প্রদান করা হয় অভিভাবক কমিটির সভাপতি এনাম উদ্দিন এনু ও সদস্য শাহানা বেগমকে।
বার্ষিক মূল্যায়ন-২০২৩ উপলক্ষে এবছর ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে বিদ্যালয় ও ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন এর পক্ষ থেকে সম্মাননা, বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেলেন, শ্রেষ্ঠ শিক্ষক মোঃ সাদেক হাসান, অর্চনা চক্রবর্তী, অলরাউন্ডার দীপা বেগম, সেরা শিক্ষক ব্যবস্থাপনাকারী সুহানা আক্তার, শিক্ষক সম্মাননা পূরবী রানী দাস, রূপালী রানী দাস তুলি, শ্রেষ্ঠ অভিভাবক মইন উদ্দিন (সহ-সভাপতি), শ্রেষ্ঠ মহিলা অভিভাবক সাহানা বেগম, দপ্তরী সম্মাননা বিমল আচার্য এবং যুক্তরাজ্য প্রবাসী মোঃ শফিক আলীর পক্ষ থেকে দপ্তরী বিমল আচার্যকে নগদ ১ হাজার টাকা সম্মাননা প্রদান করা হয়।

তাছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সেরা শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়। সেরা ছাত্র মোঃ তামিম হোসেন, ছাত্রী ফাবিহা জান্নাত, সেরা অলরাউন্ডার ছাত্র প্রমিত চক্রবর্তী, ছাত্রী সারা জান্নাত।

প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ১ থেকে ১০ নং পর্যন্ত শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদানে আর্থিক সহযোগিতা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন, প্রধান শিক্ষক মনিকা দাস, সহকারী শিক্ষক মোঃ সাদেক হাসান, অভিভাবক কমিটির সহ-সভাপতি মইনুদ্দিন, অভিভাবক শাহানা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের ব্যতিক্রমী এ আয়োজনের প্রশংসা করে ধন্যবাদ জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দকে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ