লিভার রোগ সচেতন করে তোলায় ইমামদের ভুমিকার উপর গুরুত্বরারোপ: অধ্যাপক ডা.স্বপ্নীল

প্রকাশিত:বুধবার, ১৩ ডিসে ২০২৩ ০৭:১২

লিভার রোগ সচেতন করে তোলায় ইমামদের ভুমিকার উপর গুরুত্বরারোপ: অধ্যাপক ডা.স্বপ্নীল

সুরমাভিউ:-  সিলেট শহরের বিভিন্ন মসজিদের দায়িত্ব পালনরত ইমামদের সাথে লিভার সচেতনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৩ ডিসেম্বর) সিলেটের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ এবং ব্রাক্ষনবাড়িয়া, নরসিংদি ও কিশোরগঞ্জের শতাধিক ইমামগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মাওলানা নজরুল ইসলাম।

অধ্যাপক স্বপ্নীল তার বক্তব্যে লিভার রোগ তথা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষকে সচেতন করে তোলায় ইমামদের ভুমিকার উপর গুরুত্বরারোপ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও এ আলোচনা সভায় আলোচিত হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সকল ধর্মাবলম্বী মানুষ নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান করতে পারছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় আছে বলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। সম্প্রীতি বজায় আছে বলেই দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।

জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ কারো হাতে নিরাপদ নয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।

পরবর্তীতে তিনি হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা জীবনবৈচিত্র সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক দক্ষিণ বালাগঞ্জ উপজেলার ইমাম ও খতিবদের অংশগ্রহণের তিনদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

এসময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যা পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা, বনায়ন, পশু পালন, হাস-মুরগি পালন, কৃষি ও মৎস্য প্রভৃতি বিষয়ে ইমামরা প্রশিক্ষণপ্রাপ্ত হলে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা সহজ হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় পরিচালক মোঃ মহি উদ্দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ