মৌলভীবাজারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত:বুধবার, ১৩ ডিসে ২০২৩ ০৮:১২

মৌলভীবাজারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ।
বুধবার (১৩ ডিসেম্বর) সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ  হামরকোনা এলাকায় মাদক মামলার পলাতক এক আসামি অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালায়। অভিযানে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইছমত আলী (৫৩)কে গ্রেফতার করে শেরপুর ফাঁড়ি পুলিশের আভিযানিক দল।
গ্রেফতারকৃত ইছমত আলী (৫৩) মৌলভীবাজার সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফ ওরফে মনা মিয়ার ছেলে।
শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই সুব্রত চন্দ্র দাস  সাজাপ্রাপ্ত আসামি ইছমত আলীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলায় ৩ বছরের কারাদণ্ডাদেশ রয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার এড়াতে আসামি ইছমত আলী দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ