৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১২ ডিসে ২০২৩ ০১:১২
সুরমাভিউ:- নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। সিলেট-৩ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছিলেন।
যাচাই-বাছাইয়ের পর সেটি বাতিল করেন সিলেটের জেলা প্রশাসক। অবশেষে আপিলে তার মনোনয়নপত্র বৈধ হলো।
মঙ্গলবার আপিল শুনানির তৃতীয় দিনে সকাল ১১টায় ডা. দুলালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।
এর আগে গত ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বাতিল করেন সিলেটের জেলা প্রশাসক। জানানো হয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি যেসব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছিলেন, সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি।
মনোনয়নপত্র বাতিলের পর গত নির্বাচন কমিশনে আপিল করেন ডা. দুলাল। প্রার্থিতা ফিরে পেলেন আপিল শুনানির তৃতীয় দিন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766