এভারগ্রীন সিলেটের মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ১১ ডিসে ২০২৩ ০৯:১২

এভারগ্রীন সিলেটের মাসিক সভা অনুষ্ঠিত

সুরমাভিউ:-  ‘প্রত্যুষে হাঁটি, সুস্থ্য সবল থাকি’ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে সামাজিক সংগঠন এভারগ্রীন সিলেট এর এক মাসিক সভা গত ৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় লালাদিঘিরপাড়স্থ নীলিমা ভবনের ৫ম তলায় অনুষ্ঠিত হয়।

এভারগ্রীন সিলেটের সভাপতি রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার বিষ্ণু প্রসাদ ভট্টাচার্য্য’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস, তপন কুমার রায়, অব. ইঞ্জিনিয়ার রতন দেবনাথ, সহ সম্পাদক অব. শিক্ষক দ্বীপক রঞ্জন রায় তালুকদার, গৃহিনী ঝুলন রায়, সাংগঠনিক সম্পাদক সংগীত শিল্পী দিপালী তালুকদার (সবিতা), সহ সাংগঠনিক সম্পাদক অব. পরিসংখ্যানবিদ মীনা দাশ, কোষাধ্যক্ষ সংগীত শিল্পী তমালী চক্রবর্ত্তী, সহ কোষাধ্যক্ষ রাধা রাণী রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা দোলন রাণী রায়, সদস্য ফার্মাসিস্ট বিশ^জিৎ রায়, গৃহিনী রাখি রায়, অব. ব্যাংকার অবিনাশ চন্দ্র দাশ. অব. শিক্ষক অনীল কুমার রায়, গৃহিনী দিপালী তালুকদার, অগ্রণী ব্যাংকের ম্যানেজার ধ্রুব রঞ্জন রায়, এনজিও কর্মকর্তা প্রিয়াংকা চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে সমবেত লোক সংগীত পরিবেশন করেন সংগঠনের সদস্যবৃন্দ। শীতের নানাবিধ পিঠা সহ চা-চক্রে আপ্যায়িত করেন আয়োজক তপন কুমার রায় ও দোলন রাণী রায় দম্পতি।

সভায় সকল বয়সের মানুষদের প্রত্যুষে ঘুম থেকে উঠার, হাটাহাটি ও ব্যায়াম করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় গত ৮ ডিসেম্বর সিলেট রানার্স কমিউনটির উদ্যোগে “ষষ্ঠ সিলেট হাফ-ম্যারাথন কার্যক্রমে ১২ শতাধিক রানারের অংশ গ্রহণে একটি সফল সম্মেলনের ভূয়সী প্রশংসা করা হয়। নেতৃবৃন্দ অদূর ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসম্মত কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ