নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার জেলা বিএনপি’র উদ্যোগে রবিবার ১০ ডিসেম্বর বিকেলে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ও মানবাধিকার লঙ্ঘণের শিকার নেতাকর্মীদের পরিবার ও স্বজনদের উদ্যোগে মৌলভীরবাজার শহরের শমসেরনগর সড়কে মৌলভীবাজার জেলা বিএনপি’র এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমানের তত্ত্বাবধানে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সিনিয়র সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মতিন বকস, পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক নানু মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ আবেদ আলী, শেখ জুয়েল আহমেদ,সেজিম বকস, কৃষক দলের লোকমান আহমেদ, জামাল আহমেদ, মকবুল আহমেদ, কাদির আহমেদ, শাহ আলম, নওশাদ আহমেদ, শেখ মহসিন মিয়া, সৈয়দ জমশেদ আলী, তাজুল চৌধুরী প্রমুখ।