১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১০ ডিসে ২০২৩ ০৯:১২
সুরমাভিউ:- “সুস্থ দেহ সুন্দর মন, সবার সাথে সদাচরণ” এই মূল শ্লোগানকে ধারণ করে শহরের অভিজাত আবাসিক এলাকা শাহজালাল উপশহরে ২০১২ সালে গঠিত প্রাতঃভ্রমণ ক্লাব এর ২০২৪-২৫ সেশনের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত (৯ ডিসেম্বর) শনিবার সকাল সাড়ে ৭ টায় শহরের একটি অভিজাত হোটেলে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় জীবন সদস্যগণের উপস্থিতিতে ও মতামতের প্রেক্ষিতে অত্যন্ত আন্তরিকপূর্ণ পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়।
প্রাত:ভ্রমণ ক্লাবের সভাপতি প্রফেসর ডা. আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের পরিচালনায় উক্ত বার্ষিক সাধারণ সভায় ক্লাবের বিগত বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন ও আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন। আয়-ব্যয়ের হিসাবের নিরীক্ষণ করেন সাউথ ইস্ট ব্যাংক চৌহাট্টা শাখার ব্যবস্থাপক ও ক্লাবের জীবন সদস্য এইচ এম হাবিবুর রহমান চৌধুরী এবং শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্লাবের জীবন সদস্য মোহাম্মদ আতাউর রহমান।
সভায় উপস্থাপিত উভয় প্রতিবেদনের উপর জীবন সদস্যগণ বিস্তারিত আলোচনা করেন ও তা সভায় অনুমোদিত হয়।
সভায় আগামী ২০২৪-২৫ সেশনের জন্য নতুন কার্যকরী কমিটি উপস্থিত জীবন সদস্যগণের মতামত ও পরামর্শের মাধ্যমে গঠিত হয়।
আগামী দু’বছরের জন্য প্রাতঃভ্রমণ ক্লাব, শাহজালাল উপশহর এর নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন- সভাপতি প্রফেসর ডা: আবদুল ওয়াহিদ, সহ সভাপতি মাওলানা মো. ইমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম (আবুল লেইছ), সাংগঠনিক সম্পাদক হাজী এনাম উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, প্রচার সম্পাদক এ কে এম সামসুন নূর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক কবি আব্দুল বাসিত খান।
কার্যনির্বাহী সদস্য আব্দুস শুকুর বকুল, আবু তাহের চৌধুরী, মো. কামাল হোসেন ভূঁইয়া, আবু বক্কর সিদ্দিক, মো. আব্দুল্লাহ আল জাফর। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766