১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১০ ডিসে ২০২৩ ০৯:১২
সুরমাভিউ:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। সামনে নির্বাচন, নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিটি গ্রামের মানুষ শহরের মতো সুবিধা পাচ্ছে।
তিনি আরো বলেন, আমি যতদিন বেঁচে থাকব জনগণের সেবায় কাজ করে যাবো। মানুষের জন্য কাজ করাই আমার মূল উদ্দেশ্য। আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতা কর্মীরাদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে নিরলসভাবে কাজ করার আহবান জানান।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত দলীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।
এসময় নেতাকর্মীরা সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বিজয় করা লক্ষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সোবহান আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, ইকবাল হোসেন তালুকদার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস আলী, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল খয়ের, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আপ্তাব উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বিশ্বজিত সরকার, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ছিদ্দুকুর রহমান, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মিয়া, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান, তাহিরপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান, দক্ষিণ বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাঞ্জব উস্তার প্রমুখ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766