৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০৯ ডিসে ২০২৩ ০৫:১২
সুরমাভিউ:- মুরারিচাঁদ কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এর সাধারণ সভা শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়েছে।
প্রফেসর ড.মুহম্মদ আলাউদ্দিন খান এর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন এর পরিচালনায় সভার শুরুতে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহবায়ক এডভোকেট শামসুল ইসলাম কর্তৃক উপস্থাপিত খসড়া গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।
কমিটির নির্বাচিতরা হলেন প্রধান উপদেষ্টা মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপদেষ্টা অধ্যাপক রণজিৎ মোহন্ত, সহকারী অধ্যাপক মাধব রায়, সিনিয়র প্রভাষক মহীতোষ তালুকদার, মো. আব্দুল মুমিত চৌধুরী, এডভোকেট শামসুল ইসলাম, মো. আনোয়ার হোসেন রেজা চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে মুরারিচাঁদ কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান-কে আহবায়ক ও এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন-কে সদস্য সচিব এবং মো. এরশাদ আলী, অর্ধেন্দু কুমার দাস, মোহাম্মদ আজাদ উদ্দিন, মো. জয়নাল আবেদীন, এম. নূরুন্নবী জুয়েল, ফৌজিয়া আক্তার মনি, মুহাম্মদ বিন আব্দুর রশীদ, মোস্তাকিম আহমদ কাওছার, বিশ্বজিৎ সরকার, মো. আজাদ উর রহমান, খলিলুর রহমান সাদী-কে যুগ্ম আহবায়ক করা হয়।
সভায় বক্তারা বলেন, মুরারিচাঁদ কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে নিন্মোক্ত উদ্দেশ্য সাধনের লক্ষ্যে পরিচালিত হবে। মুরারিচাঁদ কলেজ ও পদার্থবিজ্ঞান বিভাগের ভাবমুর্তি উন্নত করা, শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা করা এবং শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা। মুরারিচাঁদ কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসংযোগ সৃষ্টির মাধ্যমে তাদের মধ্যে সুসম্পর্ক, সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করা। মুরারিচাঁদ কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাসহ তাদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করা। মুরারিচাঁদ কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সাধ্যমতো আর্থিক সহায়তা দান এবং এজন্য সহায়তা তহবিল গঠন করা। অ্যাসোসিয়েশনের মাধ্যমে পদার্থবিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনসহ সমসাময়িক বিষয়ে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, প্রদর্শনী ইত্যাদি আয়োজন করা।
অ্যাসোসিয়েশনের মাধ্যমে ‘বুলেটিন’, সাময়িকী ও বিভিন্ন প্রকাশনা প্রকাশ করা। অ্যাসোসিয়েশনের মাধ্যমে পূনর্মিলনী, সাংস্কৃতিক অন্ষ্ঠুান, ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ ভ্রমণের আয়োজন করা। অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে কেহ সামাজিক বা স্বাস্থ্যগত বিপর্যয়ে পড়লে তাঁকে সাধ্যমতো সহযোগিতা প্রদান করা। অ্যাসোসিয়েশনের সদস্যদের সন্তানদের লেখাপড়ায় ভালো ফলাফলের জন্য বৃত্তি প্রদান করা। অ্যাসোসিয়েশনের সদস্য বা সদস্যদের স্ত্রী/স্বামী/সন্তানদের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারীকে বাৎসরিক সমাবেশে সংবর্ধনা প্রদান করা। জাতীয় দুর্যোগ এবং দেশ ও সমাজের প্রয়োজনে যথা সম্ভব জনকল্যাণমূলক কাজের উদ্যোগ গ্রহণ করা। জাতীয় ও স্থানীয় পর্যায়ে সম্ভাব্য সকল ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের প্রয়োগ উৎসাহিত করা ও কর্মক্ষেত্র সৃষ্টিতে সহায়তা করা। পদার্থবিজ্ঞানের উন্নয়ন ও বিকাশে বিশেষ অবদান রয়েছে এমন ব্যক্তি, ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদানের ব্যবস্থা করা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুরূপ প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা। উপরোল্লিখিত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অন্যান্য কার্যক্রম গ্রহণ করা।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ফেব্রুয়ারি ২০২৪ এর মধ্যে রিইউনিয়ন আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766