সিলেট এয়ারপোর্ট থানার নতুন ওসি মোহাম্মদ নুনু মিয়া

প্রকাশিত:শুক্রবার, ০৮ ডিসে ২০২৩ ০৮:১২

সিলেট এয়ারপোর্ট থানার নতুন ওসি মোহাম্মদ নুনু মিয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে একযোগে রদবদল হয়েছে। ৭ ডিসেম্বর পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয় গণমাধ্যমে।

এদিন বিকেলে সারা দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির প্রস্তাব অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ায়।
এয়ারপোর্ট থানায় বদলি করা নতুন ওসি হচ্ছেন মোহাম্মদ নুনু মিয়া। তিনি বর্তমানে হবিগঞ্জ লাখাই থানার দায়িত্বে ছিলেন। এছাড়া এয়ারপোর্ট থানার বর্তমান ওসি মঈন কে সিলেট কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে আদেশে।

এ সংক্রান্ত আরও সংবাদ